Zilqad 1444 || June 2023

মুহাম্মাদ উবাইদুল্লাহ - ফেনী

৬১৯০. Question

গ্রামগঞ্জে প্রচলন আছে যে, কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কুরআন মাজীদ পড়ে গেলে কুরআন মাজীদের ওযন পরিমাণ চাল, গম বা এজাতীয় কোনো কিছু সদকা করতে হয়। জানতে চাই, প্রচলনটি কি শরীয়তসম্মত?

Answer

কুরআন মাজীদের কপি হাত থেকে পড়ে গেলে তার ওযন পরিমাণ চাল, গম বা এজাতীয় কোনো কিছু সদকা করার বিধান শরীয়তে নেই। তাছাড়া কুরআন মাজীদ ওযন করাও এক ধরনের বেয়াদবী। তাই এমনটি করা যাবে না। বরং ভুলে কখনো কুরআন মাজীদের কপি হাত থেকে পড়ে গেলে তখন তাওবা-ইস্তিগফার করে নেবে এবং ভবিষ্যতে সতর্ক থাকবে, যেন এমনটি না হয়। আর সম্ভব হলে এমনিতেই সাধ্য অনুযায়ী কোনো কিছু সদকা করতে পারে। এটি বাধ্যতামূলক নয়। বরং যে কোনো ক্ষেত্রেই সদকা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম।

ফাতাওয়া রশীদিয়্যাহ, পৃ. ৫৯৮

Read more Question/Answer of this issue