Zilqad 1444 || June 2023

রেজাউল করিম - গোয়াইনঘাট, সিলেট

৬১৮৬. Question

গত বছর আমি কুরবানীর জন্য একটি গরু ক্রয় করি। কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে আমি কুরবানীর দিনগুলোর মধ্যে গরুটি কুরবানী করতে পারিনি।

হুজুরের কাছে জানার বিষয় হল, এখন আমার করণীয় কী? আশা করি সঠিক সমাধান জানাবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার করণীয় হল, উক্ত গরুটি অথবা তার সমমূল্য সদকা করে দেওয়া।

ফাতাওয়া খানিয়া ৩/৩৪৬; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৭৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৬; রদ্দুল মুহতার ৬/৩২০

Read more Question/Answer of this issue