Zilqad 1444 || June 2023

আসগর আলী - টেকনাফ, কক্সবাজার

৬১৮৫. Question

এবার কুরবানীর পশু কেনার জন্য হাটে গেলাম। একটি গরু খুবই পছন্দ হয়ে গেল। বিলম্ব করলে হাতছাড়া হয়ে যেতে পারে ভেবে তখনই গরুটি কিনে ফেললাম। কেনার সময় মনে মনে নিয়ত ছিল, ঐ গরুতে পরিচিতদের শরীক করার চেষ্টা করব। গরুটি বাড়িতে আনার পর আমার এক চাচাত ভাই ও দুই প্রতিবেশী ঐ গরুতে শরীক হতে রাজি হয়ে গেল।

মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, গরুটি কেনার সময় তো তারা আমার সঙ্গে ঐ গরুতে শরীক ছিল না। পরে এভাবে তাদেরকে শরীক করে নেওয়া কি ঠিক হয়েছে? এতে কি সকলের কুরবানী আদায় হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে কুরবানী পশুটি ক্রয়ের সময়ই যেহেতু তাতে অন্যকে শরীক নেওয়ার নিয়ত ছিল তাই পরে শরীক নেওয়া ঠিক হয়েছে। এতে কোনো সমস্যা হয়নি।

প্রকাশ থাকে যে, পুরা গরু নিজে কুরবানী দেওয়ার নিয়তে ক্রয় করলে তাতে অন্যদের শরীক নেওয়া মাকরূহ। যদিও এক্ষেত্রেও সকলের কুরবানী আদায় হয়ে যাবে। তবে ফকীহগণ বলেন, এক্ষেত্রে পশু ক্রেতার জন্য উচিত হবে, শরীকদের থেকে প্রাপ্ত টাকা সদকা করে দেওয়া।

কিতাবুল আছল ৫/৪০৮; আলমাবসূত, সারাখসী ১২/১৫; খিযানাতুল আকমাল ৩/৫৩৭; ফাতাওয়া খানিয়া ৩/৩৫১; আলমুহীতুল বুরহানী ৮/৪৭৭; রদ্দুল মুহতার ৬/৩১৭

Read more Question/Answer of this issue