Zilqad 1444 || June 2023

মাহফুজুর রহমান - ফরিদাবাদ, ঢাকা

৬১৮৩. Question

আমি একটি মাকতাবা (লাইব্রেরি)-এর মালিক। আমি যখন মাকতাবা থেকে কোনো কিতাব ছাপি তখন আমার অনেক টাকার প্রয়োজন হয়। এদিকে কিতাবটি ছাপার পর কী পরিমাণ বিক্রি হবেÑ সেটাও অনিশ্চিত থাকে। তাই এক্ষেত্রে যদি বেশ কিছু কপি অগ্রিম বিক্রি করতে পারি তাহলে আমার ঝুঁকি অনেকটা কমে যায়। এজাতীয় ক্ষেত্রে সাধারণত অনেক মাকতাবা অল্প দামে অগ্রিম কিতাব বিক্রি করে দেয়।

মুহতারামের কাছে জানতে চাই যে, এভাবে অগ্রিম বেচা-কেনা করতে কোনো সমস্যা আছে কি না?

Answer

কিতাব ছাপানোর পূর্বে তা বিক্রি করা পন্যের আগাম ক্রয়-বিক্রয় (বাইয়ে সালাম)-এর অন্তভুর্ক্ত। সুতরাং এক্ষেত্রে ক্রয়-বিক্রয় সহীহ হওয়ার জন্য কিতাবের মান ও অবস্থা পূর্বেই সুস্পষ্ট করে নিতে হবে। নিম্নে এ সংক্রান্ত শর্তগুলো উল্লেখ করা হল

১. কিতাবের নাম, পরিচিতি, কলেবর, কত কপি তা সুনির্ধারিত করে নিতে হবে।

২. কাগজ, ছাপা ও বাধাইয়ের গুণগত মান উল্লেখ থাকতে হবে।

৩. কিতাব হস্তান্তরের সময় নির্ধারণ করে নিতে হবে।

এসব শর্তসাপেক্ষে লেনদেন করলে তা জায়েয হবে। মোটকথা, এক্ষেত্রে বাইয়ে সালাম সহীহ হওয়ার যাবতীয় শর্ত পাওয়া যেতে হবে।

আলমাবসূত, সারাখসী ১১/১২৪; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৭৮; আলবাহরুর রায়েক ৬/১৬০; আদ্দুররুল মুখতার ৫/২১৪; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দাহ ১৩৬৭-১৩৬৯

Read more Question/Answer of this issue