মুহাম্মাদ যাকওয়ান - গুলিস্তান, ঢাকা
৬১৮০. Question
জনৈক ব্যক্তি আর্থিক সামর্থ্য না থাকায় রোযার মাধ্যমে কসমের কাফফারা আদায় করতে শুরু করেছে। দুদিন রোযা রাখার পর তৃতীয় রোযার দিন সম্পদের মাধ্যমে কাফফারা আদায় করার মতো কিছু সম্পদ সে পেয়ে যায়। তাই সে নতুন করে সম্পদের মাধ্যমে কাফফারা আদায় করার নিয়তে উক্ত রোযাটি ভেঙে ফেলে।
প্রশ্ন হল, উক্ত রোযাটির কি কাযা আদায় করতে হবে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত রোযাটি ভেঙে ফেলা অনুত্তম হয়েছে। তবে পরবতীর্তে তা কাযা করতে হবে না। কেননা কেউ যদি অর্থ-ব্যয়ের মাধ্যমে কাফফারা আদায়ের সামর্থ্য না থাকার কারণে রোযার মাধ্যমে কাফফারা আদায় শুরু করে আর উক্ত রোযা অবস্থায় সে আর্থিক সামর্থ্য ফিরে পায় তাহলে তার ওপর সম্পদ দ্বারা কাফফারা আদায় করা ওয়াজিব হয়ে যায় এবং উক্ত রোযাটি আর কাফফারার রোযা থাকে না। তাই উক্ত রোযা ভেঙে ফেললে এর কাযা করা জরুরি নয়। তবে এটিকে নফল হিসেবে পূর্ণ করা উত্তম।
—শরহু মুখতাসারিত তাহাবী ৭/৪০৭; আলজাওহারাতুন নাইয়িরা ২/২৫৩; ফাতাওয়া হিন্দিয়া ২/৬৪; আদ্দুররুল মুখতার ৩/৭২৭; রদ্দুল মুহতার ৩/৭২৭