Zilqad 1444 || June 2023

নূরজাহান - বগুড়া

৬১৭৯. Question

গতবছর আমার বিবাহ হয়। বিবাহের পর থেকেই বিভিন্ন কারণে আমাদের স্বামী-স্ত্রীর মাঝে মিল হচ্ছিল না। বিশেষ করে আমার স্বামীর কিছু বিষয় আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাই এ বছরের শুরুতে আমি পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তার কাছ থেকে খোলা তালাক নিয়ে নিই। সে মহরের একটি অংশ আদায় করেছিল। আর কিছু অংশ বাকি ছিল এখন সে ঐ পঞ্চাশ হাজার টাকার সাথে আদায়কৃত মহরও ফেরত চাচ্ছে। হুজুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে আমি কি মহরের টাকা ফেরত দিতে বাধ্য? অন্যথায় মহরের অপরিশোধিত অংশ কি আমি দাবি করতে পারব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি মহর বাবদ যে টাকা গ্রহণ করেছিলেন খোলা তালাকের পর তা ফেরত দিতে হবে না। তবে মহরের যে অংশ আপনার পাওনা আছে তালাকের পর তা আর দাবি করতে পারবেন না। কেননা মহর ছাড়া অন্য কিছুর বিনিময়ে খোলা তালাক হলে সেক্ষেত্রে স্বামী মহর বাবদ যা আদায় করেছে তা ফেরত পায় না এবং মহরের কোনো অংশ বাকি থাকলে তাও মাফ হয়ে যায়।

কিতাবুল আছল ৪/৫৬৪; আলমাবসূত, সারাখসী ৬/১৮৯; খুলাসাতুল ফাতাওয়া ২/১০১; ফাতাওয়া বায্যাযিয়া ১/২০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৯

Read more Question/Answer of this issue