রহমত আলী - হযরতপুর, কেরানীগঞ্জ
৬১৭৮. Question
কয়েক সপ্তাহ আগে আমাদের গ্রামের এক মহিলার স্বামী মারা যায়। ঐ মহিলার শুধু দুজন মেয়ে আছে। মহিলাটি আগে থেকেই সামান্য দূরে এক বাড়িতে কাজ করত। এখন তার এটা ছাড়া উপার্জনের অন্য কোনো মাধ্যম নেই।
তাই মুহতারামের কাছে জানতে চাচ্ছি, ইদ্দত চলাকালে সে দিনে ঐ বাড়িতে গিয়ে কাজ করতে পারবে কি? শরীয়ত এ ব্যাপারে কী বলে? আশা করি দ্রুত জানাবেন।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী বাস্তবেই যদি ঐ মহিলার ইদ্দতের সময় বাড়ির বাইরে গিয়ে কাজ করা ছাড়া ভরণপোষণের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে উপার্জনের জন্য দিনে বাইরে যেতে পারবে। রাতে অবশ্যই নিজ ঘরেই অবস্থান করতে হবে।
—কিতাবুল আছল ৪/৪০৫; বাদায়েউস সানায়ে ৩/৩২৩; ফাতাওয়া খানিয়া ১/৫৫৩; আলমুহীতুর রাযাবী ৩/৫০৭; রদ্দুল মুহতার ৩/৫৩৬