আবদুল জলীল - চট্টগ্রাম
৬১৭৭. Question
আলহামদু লিল্লাহ কয়েক বছর পর পরই আমার ওমরা করার সুযোগ হয়। কিছুদিন আগেও একবার ওমরা করে আসলাম। কিন্তু এবার ওমরার তাওয়াফ করার সময় চক্কর ছয়টি হয়েছে মনে করে আরও একটি চক্কর পূর্ণ করি। পরে জানতে পারি যে, সেটা ছিল অষ্টম চক্কর। আগেই সাত চক্কর পুরো হয়ে গেছে। অতঃপর ওভাবেই আমি ওমরার বাকি কাজ আদায় করি। পরে বিষয়টি এক বন্ধুকে জানালে সে বলল, অষ্টম চক্করটি শুরু করার কারণে আপনার ওপর নতুন তাওয়াফ আবশ্যক হয়ে গেছে।
জানতে চাই, ঐ কথা কি ঠিক? যদি তাই হয় এখন আমার করণীয় কী? দয়া করে জানাবেন।
Answer
আপনার বন্ধুর উক্ত কথা ঠিক নয়। অতিরিক্ত চক্করটি যেহেতু সপ্তম চক্কর মনে করে করেছেন, নতুন তাওয়াফের নিয়তে করেননি তাই এ কারণে নতুন আরেকটি তাওয়াফ করা আবশ্যক হয়নি। ভুলবশত অতিরিক্ত কোনো চক্কর করা হলে এর কারণে নতুন করে আরেকটি তাওয়াফ আবশ্যক হয়ে যায় না।
—আলমুহীতুর রাযাবী ২/২০০; আলবাহরুর রায়েক ২/৩২৯; আলবাহরুল আমীক ২/১২৪৮; মাজমাউল আনহুর ১/৪০২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৯৮