মুহাম্মাদ রুহুল আমীন - মিরপুর, কুষ্টিয়া
৬১৭৫. Question
গত মাসে আমি উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করি। সেখানে থাকা অবস্থায় একদিন বিকেলে ভুলে ওযু ছাড়া নফল তাওয়াফ করে ফেলি। তাওয়াফের কিছুক্ষণ পর যখন বিষয়টি মনে পড়ল তখন ওযু করে মাগরিব আদায় করলাম এবং বিকেলের তাওয়াফের পরিবর্তে আরেকটি তাওয়াফ করলাম।
মুহতারাম হুজুরের কাছে আমার জানার বিষয় হল, ভুলে ওযু ছাড়া নফল তাওয়াফ করলে কি কোনো জরিমানা দম ওয়াজিব হবে?
Answer
নফল তাওয়াফ বিনা ওযুতে করলে কোনো দম ওয়াজিব হয় না। তবে একারণে প্রত্যেক চক্করের পরিবর্তে সদকাতুল ফিতর পরিমাণ আদায় করা ওয়াজিব হয়। অবশ্য এক্ষেত্রে ওযু করে পুনরায় তাওয়াফ করে নিলে জরিমানা মাফ হয়ে যাবে। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু ওযু করে পুনরায় তাওয়াফ করেছেন তাই উক্ত জরিমানা মাফ হয়ে গেছে।
—আলমাবসূত, সারাখসী ৪/৩৮; আলগায়া, আবুল আব্বাস সারুজী ৯/২১৩; আলবাহরুল আমীক ২/১১১৬; মানাসিকে মোল্লা আলী কারী, পৃ. ৩৫২; রদ্দুল মুহতার ২/৫৫০