Zilqad 1444 || June 2023

আবিদ মুহসিন - নেত্রকোণা

৬১৭৩. Question

আমি প্রতি বছর যাকাতের কিছু টাকা আমার গরীব আত্মীয়-স্বজনকে দিয়ে থাকি। তাদের মধ্যে যাদের বাড়ি দূরে তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিই। হুজুরের কাছে জানতে চাই, বিকাশে যাকাতের টাকা পাঠালে যে খরচ লাগে তা কি যাকাতের টাকা থেকে দেওয়া যাবে, নাকি তা আলাদা আমার পক্ষ থেকে দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি যাকাত গ্রহীতার পক্ষ থেকে বিকাশে পাঠানোর আবেদন ছাড়া নিজ থেকেই বিকাশের মাধ্যমে যাকাতের টাকা পাঠান, তাহলে ক্যাশআউট খরচ যাকাতের টাকা থেকে দেওয়া যাবে না। তা আলাদা নিজের পক্ষ থেকে দিতে হবে। কেননা যাকাতের টাকা হকদারের কাছে পৌঁছে দেওয়া যাকাতদাতার দায়িত্ব। এতে কোনো খরচের প্রয়োজন হলে তাকেই তা বহন করতে হবে। অবশ্য যাকাতের উপযুক্ত ব্যক্তি যদি নিজ থেকেই যাকাতদাতার কাছে যাকাতের টাকা বিকাশ ইত্যাদিতে পাঠাতে বলে, তাহলে সেক্ষেত্রে যাকাতদাতার জন্য ক্যাশআউট খরচ দেওয়া আবশ্যক নয়।  এক্ষেত্রে এই খরচ বহন করা যাকাতগ্রহীতারই দায়িত্ব। অবশ্য এক্ষেত্রেও যাকাতদাতা যদি খরচ বহন করে তবে তার জন্য এটি উত্তম ও সাওয়াবের কাজ হবে।

শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ২/১৮৯; বাদায়েউস সানায়ে ২/১৪২; তুহফাতুল ফুকাহা ১/৩০৫; মুগনিল মুহতাজ ৩/১৫২

Read more Question/Answer of this issue