Zilqad 1444 || June 2023

রাহাত - ঢাকা

৬১৭২. Question

কোনো বাচ্চা জন্মের কয়েকদিন পরেই যদি মারা যায়, তাহলে তার কাফনের শরীয়তসম্মত পদ্ধতি কী হবে? জানিয়ে বাধিত করবেন।

 

Answer

ছোট্ট শিশু মারা গেলেও বড়দের মতো তিন কাপড়েই কাফন দেওয়া উত্তম। তবে দুটি কাপড়ে এমনকি প্রয়োজনে একটি কাপড়েও কাফন দেওয়া যাবে।

কিতাবুল আছল ১/৩৪৬; আলমাবসূত, সারাখসী ২/৭৩; ফাতাওয়া খানিয়া ১/১৮৯; আযযিয়াউল মানাবী ২/৪৭৮; মাজমাউল আনহুর ১/২৬৮; রদ্দুল মুহতার ২/২০৪

Read more Question/Answer of this issue