রাহাত - ঢাকা
৬১৭২. Question
কোনো বাচ্চা জন্মের কয়েকদিন পরেই যদি মারা যায়, তাহলে তার কাফনের শরীয়তসম্মত পদ্ধতি কী হবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
ছোট্ট শিশু মারা গেলেও বড়দের মতো তিন কাপড়েই কাফন দেওয়া উত্তম। তবে দুটি কাপড়ে এমনকি প্রয়োজনে একটি কাপড়েও কাফন দেওয়া যাবে।
—কিতাবুল আছল ১/৩৪৬; আলমাবসূত, সারাখসী ২/৭৩; ফাতাওয়া খানিয়া ১/১৮৯; আযযিয়াউল মা‘নাবী ২/৪৭৮; মাজমাউল আনহুর ১/২৬৮; রদ্দুল মুহতার ২/২০৪