Zilqad 1444 || June 2023

হুসাইন আহমাদ - মিরপুর, ঢাকা

৬১৭১. Question

আমি একজন নাজেরা বিভাগের শিক্ষক, ছাত্রদেরকে পড়ানোর সময় কখনো এমন হয় যে, একটি সিজদার আয়াত প্রথমে আমি পড়িয়ে দিই। অতঃপর ছাত্ররা পড়লে পুনরায় তা আমি শুনি। এক্ষেত্রে আমার জানার বিষয় হল, এমতাবস্থায় আমার ওপর সিজদা তিলাওয়াত একটি ওয়াজিব হবে, না একাধিক? সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে একটি সিজদা তিলাওয়াত ওয়াজিব হবে। কেননা এক মজলিসে একটি সিজদার আয়াত নিজে তিলাওয়াত করা এবং উক্ত আয়াত এই মজলিসেই অন্য কারও থেকে শোনার দ্বারা একটি সিজদাই ওয়াজিব হয়।

বাদায়েউস সানায়ে ১/৪৩০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৬৬; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩২৭

Read more Question/Answer of this issue