Zilqad 1444 || June 2023

নজরুল ইসলাম - যশোর

৬১৬৮. Question

মহল্লার মসজিদের ইমাম সাহেব ছুটিতে থাকলে আমাকেই ইমামতি করতে হয়। তখন কখনো কখনো কেরাত পড়ার সময় আয়াতের মাঝে আটকে যাই। অথবা পরবর্তী আয়াত স্মরণ করতে পারি না। তখন খুব পেরেশানীতে পড়তে হয়। তাই হুজুরের কাছে জানতে চাই, ইমাম সাহেব যদি কেরাতের মাঝে আটকে যায়, তাহলে করণীয় কী?

Answer

ইমাম নামাযে কেরাতে আটকে গেলে যদি ঐ নামাযের মাসনূন কেরাত পরিমাণ পড়া হয়ে যায় তাহলে ইমাম রুকুতে চলে যাবে। আর যদি কেরাতের ওয়াজিব পরিমাণ পড়া হয়ে যায়, কিন্তু ঐ নামাযের মাসনূন কেরাত পরিমাণ পড়া না হয়ে থাকে, তাহলে সম্ভব হলে অন্যস্থান থেকে পড়া শুরু করবে। এক্ষেত্রেও অন্যস্থান থেকে না পড়ে মুক্তাদীর লোকমার অপেক্ষা করা অনুত্তম। আর যদি তাৎক্ষণিকভাবে অন্য কোথা থেকে পড়বে তা স্মরণে না আসে, আর লোকমা দেওয়ার মতো কেউ না থাকে তাহলে যেহেতু কেরাতের ওয়াজিব পরিমাণ পড়া হয়ে গেছে, তাই চাইলে রুকুতেও চলে যাতে পারবে। 

মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ২৮২৪, ২৮২৭; কিতাবুল আছল ১/১৭১; আলমাবসূত, সারাখসী ১/১৯৪; বাদায়েউস সানায়ে ১/৫২৪; ফাতহুল কাদীর ১/৩৪৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৮৩

Read more Question/Answer of this issue