Zilqad 1444 || June 2023

শামীম - ঢাকা

৬১৬৭. Question

গতকাল আমাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাযে তাকবীরে তাহরীমার পর ভুলবশত জোরে ছানা পড়ে ফেলেন। এবং নামায শেষে সাহু সিজদা না করেই সালাম ফিরিয়ে ফেলেন। আমরা জানি, নামায যদি সাহু সিজদা ওয়াজিব হওয়ার  মতো কোনো ভুল হয়, আর সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে ফেলে তাহলে ঐ নামাযটি পুনরায় পড়তে হয়।

জানার বিষয় হল, ইমাম সাহেব যেহেতু ভুলবশত জোরে ছানা পড়ার পরেও নামায শেষে সাহু সিজদা করেননি তাই এখন কি আমাকে গতকালের ঐ নামাযটি পুনরায় পড়ে নিতে হবে?

Answer

নামাযে ভুলবশত ছানা জোরে পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই উক্ত নামাযে ইমাম সাহেব সাহু সিজদা না করে ঠিকই করেছেন। ঐ নামায আদায় হয়ে গেছে।

ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ১৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৬; আলবাহরুর রায়েক ২/৯৭; হালবাতুল মুজাল্লী ২/৪৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫১

Read more Question/Answer of this issue