Zilqad 1444 || June 2023

মুহাম্মাদ রোকনুজ্জামান - দৌলতপুর, কুষ্টিয়া

৬১৬৬. Question

কিছুদিন আগে ভোরে ঘুম থেকে উঠে দেখি, সূযোর্দয়ের আর অল্প সময় বাকি আছে। ঐসময় ওযু করতে গেলে ওয়াক্ত চলে যাবে। তাই আমি দ্রুত তায়াম্মুম করে নামায পড়ে নিই।

মুহতারামের নিকট আমার জানার বিষয় হল, এভাবে তায়াম্মুম করে কি আমার নামায আদায় সহীহ হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার তায়াম্মুম করা সহীহ হয়নি। কেননা পানির ব্যবস্থা থাকলে ওযু করতে গেলে নামায কাযা হয়ে যাওয়ার আশংকা থাকলেও ওযু করাই জরুরি; তায়াম্মুম করলে তায়াম্মুম সহীহ হয় না। সুতরাং উক্ত তায়াম্মুম দ্বারা আদায়কৃত নামায সহীহ হয়নি। পুনরায় তা পড়ে নিতে হবে। উল্লেখ্য, জানাযা ও ঈদের নামাযের হুকুম এর থেকে ভিন্ন। উক্ত দুই নামাযে কখনো যদি এমন হয় যে, ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করা সহীহ আছে।

কিতাবুল আছল ১/১০৫; বাদায়েউস সানায়ে ১/১৮৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৩১; আলমুহীতুর রাযাবী ১/১৬৬; ফাতাওয়া খানিয়া ১/৫৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭; রদ্দুল মুহতার ১/২৪৬

Read more Question/Answer of this issue