Shawal 1444 || May 2023

নুরুল হুদা হাওলাদার - কোটালীপাড়া, গোপালগঞ্জ

৬১৬৫. Question

মেয়েরা নাক-কান ফুঁড়িয়ে নাকফুল, কানের দুল পরে থাকে। একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েয নেই। ওই লোকের কথা কি সত্যি? এক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান জানতে চাই।

Answer

অলংকার ব্যবহারের জন্য মেয়েদের নাক-কান ফোঁড়ানো জায়েয আছে। প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। নারী সাহাবীগণ কানে অলংকার পরিধান করতেন, তা হাদীস দ্বারা প্রমাণিত। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন

خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ مَالَ عَلَى النِّسَاءِ، وَمَعَهُ بِلاَلٌ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُلْبَ وَالخُرْصَ.

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামায পড়লেন। আগে-পরে কোনো নামায পড়লেন না। অতঃপর বিলাল রা.-কে সাথে নিয়ে মহিলাদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন মহিলারা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন। (সহীহ বুখারী, হাদীস ১৪৩১)

ফকীহগণ বলেছেন, এই হাদীস দ্বারা মহিলাদের নাক ফোঁড়ানো জায়েয হওয়ার বিষয়টিও প্রমাণিত হয়।

খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭; আলহাবিল কুদসী ২/৩২৩; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৭১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; আদ্দুররুল মুখতার ৬/৪২০ 

Read more Question/Answer of this issue