Shawal 1444 || May 2023

মুহাম্মাদ আবদুল্লাহ - ফেনী

৬১৬৩. Question

অনেক মহিলাদেরকে দেখা যায়, তারা শিশুদেরকে পেশাব-পায়খানা করানোর জন্য  বসানোর সময় খেয়াল করে বসায় না। অনেক সময় কিবলামুখী করেই বসিয়ে দেয়। আমরা জানি, বড়দের জন্য কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা নিষেধ।

জানার বিষয় হল, এক্ষেত্রে শিশুদের জন্য বিধান কী? অর্থাৎ শিশুদেরকে পেশাব-পায়খানা করানোর জন্য কিবলামুখী করে বসানো কি জায়েয আছে?

Answer

শিশুদেরকে পেশাব-পায়খানার সময় কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে বসানো নিষিদ্ধ। পেশাব-পায়খানার সময় শিশুদেরকে কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে বসালে যদিও শিশুর গুনাহ হবে না, কিন্তু যিনি শিশুকে ওভাবে বসাবেন তার গুনাহ হবে। তাই বড়দের কর্তব্য হল, শিশুদেরকে পেশাব বা পায়খানার জন্য বসানোর সময় উত্তর বা দক্ষিণ দিক করে বসানো।

আযযিয়াউল মানবী ১/২৯০; মাজমাউল আনহুর ১/১০০; আলবাহরুর রায়েক ১/২৪৩; শরহুল মুনইয়া, পৃ. ৩৮; আদ্দুররুল মুখতার ১/৩৪২

Read more Question/Answer of this issue