Shawal 1444 || May 2023

আব্বাস - বরিশাল

৬১৬২. Question

আমরা সাত শরীক মিলে সবসময় এক গরু দিয়ে কুরবানী করে থাকি। বিগত বছরগুলোতে দেখা গেছে, আমাদের সাত শরীকেরই গরুর খুরের প্রতি সমানভাবে আগ্রহ থাকে। এক্ষেত্রে সবার মন রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য আমরা এ বছর খুরগুলোর মূল্য নির্ধারণ করে দিই। যে নেবে ঐ নির্ধারিত মূল্যে ক্রয় করে নেবে। আর এ ব্যাপারেও সকলেই একমত হয় যে, বিক্রিলব্ধ মূল্য সদকা করে দেওয়া হবে। সে হিসেবে এ বছর আমরা খুরগুলো বিক্রি করে টাকাগুলো সদকা করে দিই। কারো মনে আর কষ্ট থাকেনি।

জানার বিষয় হল, উক্ত খুরগুলো বিক্রি করে দেওয়া এবং বিক্রিত মূল্য সদকা করে দেওয়া আমাদের জন্য জায়েয হয়েছে কি? এতে শরীয়ত পরিপন্থী কোনো কিছু হয়নি তো? আশা করি জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে মূল্য সদকা করে দেওয়ার নিয়তে কুরবানীর পশুর খুর বিক্রি করা নাজায়েয হয়নি। বিশেষত প্রশ্নোক্ত সমস্যা সমাধানের জন্য এই পন্থা অবলম্বন করা ভুল হয়নি।

প্রকাশ থাকে যে, মূল্য সদকার নিয়ত না থাকলে কুরবানীর গোশত, চর্বি বা খুর ইত্যাদি কোনো কিছুই বিক্রি করা জায়েয় নয়।

খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২২; আযযাখিরাতুল বুরহানিয়া ৮/৩৪২; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৮৬; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/১৭৮; ফাতহুল কাদীর ৮/৪৩৭; রদ্দুল মুহতার ৬/৩২৮

Read more Question/Answer of this issue