Shawal 1444 || May 2023

আলআমিন - গাবতলী, ঢাকা

৬১৬১. Question

গত বছর আমার দাদার ইন্তেকাল হয়েছে। আমার আব্বা চাচ্ছেন, এবার কুরবানীর সময় গরুর এক ভাগ দাদার পক্ষ থেকে কুরবানী করতে। হুযুরের কাছে জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এই কুরবানীর গোশতের কী হুকুম? আমরা তা খেতে পারব কি না?

Answer

ঐ কুরবানী যদি মরহুমের অসিয়ত ছাড়াই আপনার আব্বা তার ঈসালে সাওয়াবের নিয়তে করে থাকেন তাহলে উক্ত ভাগের গোশত আপনার আব্বা নিজে খেতে পারবেন, অন্যকেও খাওয়াতে পারবেন এবং সদকা করতে পারবেন।

আর যদি ঐ কুরাবনী আপনার দাদার অসিয়ত অনুযায়ী হয় এবং তার সম্পদ থেকেই করা হয় তাহলে উক্ত কুরবানীর গোশত পুরোটাই সদকা করে দিতে হবে।

আলফাতাওয়া মিন আকাবিলীল মাশায়েখ, পৃ. ৪৬৯; ফাতাওয়া খানিয়া ৩/৩৫১ ও ৩৫২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ৩/৭৪; খিযানাতুল আকমাল ৩/৫৪৪; রদ্দুল মুহতার ৬/৩২৬ ও ৩৩৫

Read more Question/Answer of this issue