Shawal 1444 || May 2023

শাকের মাহমুদ - কুমিল্লা

৬১৫৮. Question

আমি এক মাদরাসার উচ্চতর বিভাগে পড়াশোনা করি। আমার এক সহপাঠী ভাই আমার কাছ থেকে পনের হাজার টাকা ধার নেয়। পরে কোনো এক কারণে সে মাদরাসা থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার সময় তার কাছে ঋণ পরিশোধ করার মতো টাকা না থাকায় সে আমার নিকট তার কিছু বিদেশি কিতাব তাহযীবুল কামাল, তাকরীবুত তাহযীব ইত্যাদি বন্ধক হিসেবে রেখে যায়। এখন মাঝে মাঝে রাবীদের জীবনী খুঁজতে গিয়ে কিতাবগুলো দেখার খুব প্রয়োজন পড়ে। তাই মুহতারামের নিকট জানতে চাই, উক্ত কিতাবগুলো থেকে প্রয়োজনের সময় ইস্তিফাদা করতে পারব কি? জানিয়ে বাধিত করবেন।

Answer

না, উক্ত বন্ধকী কিতাবগুলো থেকে উপকৃত হওয়া আপনার জন্য বৈধ হবে না। কেননা ঋণের বিনিময়ে যে জিনিস বন্ধক রাখা হয়। ঋণদাতার জন্য তা থেকে উপকৃত হওয়া জায়েয নয়। তাই এ থেকে বিরত থাকতে হবে।

শরহু মুখতাসারিত তাহাবী ৩/১৪৯; বাদায়েউস সানায়ে ৫/২১২; মুখতারাতুন নাওয়াযেল ৪/২৪৩; আলইখতিয়ার ২/১৬২; মাজমাউল আনহুর ৪/২৭৩; রদ্দুল মুহতার ৬/৪৮২

Read more Question/Answer of this issue