মুহাম্মাদ যুবায়ের মাহমূদ - মনিরামপুর, যশোর
৬১৫১. Question
হজ্বের সফরে ইহরাম অবস্থায় এক জুমার দিন অভ্যাসবশত ভুলে আমি হাতের নখ কাটা শুরু করি। তিনটি আঙ্গুলের নখ কাটার পর স্মরণ হয় যে, ইহরাম অবস্থায় তো নখ কাটা নিষেধ। একথা স্মরণ হওয়ার পর আমি খুব অনুতপ্ত হই এবং নখ কাটা বন্ধ করে দিই।
মুহতারাম মুফতী সাহেবের নিকট প্রশ্ন হল, এমতাবস্থায় আমার করণীয় কী? এভাবে ভুলে নখ কাটার কারণে কি জরিমানা দম ওয়াজিব হবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি শুধু তিনটি আঙ্গুলের নখই কেটেছেন, তাই আপনার ওপর দম ওয়াজিব হয়নি। কেননা দম ওয়াজিব হয় পুরো এক হাত বা এক পায়ের সব নখ কাটলে। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রত্যেক নখ কাটার জন্য একটি করে মোট তিনটি সদাকাতুল ফিতর পরিমাণ নির্ধারিত খাদ্যদ্রব্য বা এর মূল্য সদকা করতে হবে।
—বাদায়েউস সানায়ে ২/৪২৩; আলমুহীতুল বুরহানী ৩/৪৩৬; আলইখতিয়ার ১/৫০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪৪; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৩৯; মানাসিক, মোল্লা আলী কারী, পৃ. ২৯৮