Shawal 1444 || May 2023

মুহাম্মাদ রেজাউল করীম - চকরিয়া, কক্সবাজার

৬১৫০. Question

গত রমযানের শেষ তিন দিন এবং ঈদের দিনেও সফরে ছিলাম। সফরে থাকাকালীন আমি রোযা ছিলাম না এবং সদাকাতুল ফিতরও আদায় করা হয়নি। সফর থেকে বাড়িতে ফিরে এসে সেই ৩টি রোযা কাযা করি। সেদিন এক ভাই বললেন, এবারের সদাকাতুল ফিতরও আপনার ওপর ওয়াজিব। মুহতারামের নিকট জানার বিষয় হল

(১) সফরে থাকলেও কি সদাকাতুল ফিতর ওয়াজিব হয়?

(২) যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে আমার করণীয় কী? ঈদের দিন চলে যাওয়ার পর এখন তা আদায় করতে হবে কি না জানিয়ে বাধিত করবেন।

উল্লেখ্য, আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক।

Answer

নেসাব পরিমাণ সম্পদের মালিক ঈদুল ফিতরের দিন মুসাফির থাকলেও তার ওপর সদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। কেননা, সদাকাতুল ফিতর নেসাবের মালিক মুকীম-মুসাফির, বালেগ-নাবালেগ সকলের উপর ওয়াজিব। আর কোনো কারণে ঈদের দিন সদাকাতুল ফিতর আদায় করা না হলে তা মাফ হয়ে যায় না; বরং পরবর্তীতে হলেও তা আদায় করা ওয়াজিব। তাই আপনার অনাদায়ী সদাকাতুল ফিতর আদায় করে দেওয়া আবশ্যক।

আলমুলতাকাত ফিল ফাতাওয়া, পৃ. ৮৫-৮৬; জামিউর রুমূয ১/৩৪৩; মাজমাউল আনহুর ১/৩৩৪; ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ২৮; রদ্দুল মুহতার ২/৩৫৯

Read more Question/Answer of this issue