Shawal 1444 || May 2023

আবদুল কারীম - চট্টগ্রাম

৬১৪৮. Question

আমার দোকানে মাঝে মাঝে একজন ভিক্ষুক আসে। আমি তাকে সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করে থাকি। গত দুই বছর ধরে আমার যাকাতের কিছু টাকাও তাকে দিচ্ছি। কয়েকদিন আগে ঐ ভিক্ষুকের এলাকার এক লোকের কাছে শুনলাম, ঐ ভিক্ষুক নাকি অনেক অর্থ-সম্পদের মালিক এবং তার অনেক জায়গা-জমিও আছে। কিন্তু তা সত্ত্বেও সে ভিক্ষা করে বেড়ায়। এরপর ঐ এলাকার আরো কয়েকজন নির্ভরযোগ্য লোক থেকেও এমনটি শুনি। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আমি এ লোককে যে আগে যাকাতের টাকা দিয়েছি তা কি আদায় হয়েছে? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যক্তি যাকাত গ্রহণের যোগ্য না হলেও সে যেহেতু ভিক্ষুক হিসাবে নিজেকে উপস্থাপন করেছে এবং আপনি এই অবস্থা দেখেই তাকে যাকাত দিয়েছেন তাই তাকে যাকাত হিসাবে যা দিয়েছেন তা আদায় হয়ে গেছে। যদিও তার জন্য এ টাকা ভোগ করা হালাল হবে না।

প্রকাশ থাকে যে, কোনো ব্যক্তি নিজেকে ভিক্ষুক হিসাবে উপস্থাপন করলে কিংবা কারো বাহ্যিক অবস্থা দেখে যাকাত গ্রহণের উপযুক্ত বলে প্রবল ধারণা হলেও তাকে যাকাত দেওয়া যাবে এবং তা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে তার বাস্তব অবস্থার যাচাই-বাছাই করা আবশ্যক নয়।

কিতাবুল আছল ২/১২৪; আলমাবসূত, সারাখসী ৩/১২ ও ১৪; বাদায়েউস সানায়ে ২/১৬৩; আননাহরুল ফায়েক ১/৪৬৮; রদ্দুল মুহতার ২/৩৫২

Read more Question/Answer of this issue