মুহিবুল্লাহ - বরিশাল
৬১৪৬. Question
আমাদের গ্রামে একটি কথা প্রসিদ্ধ আছে যে, কবর খনন করে এবং মৃতকে গোসল দিয়ে বিনিময় গ্রহণ করা জায়েয নয়। কিন্তু গ্রামে যারা কবর খনন করেন এবং মৃতকে গোসল দিয়ে থাকেন তারা সকলেই এর বিনিময় গ্রহণ করে থাকেন এবং মৃতের অভিভাবকগণও খুশিমনে দিয়ে থাকেন।
এখন জানতে চাই, আসলে এক্ষেত্রে সঠিক মাসআলা কী? আশা করি জানিয়ে বাধিত করবেন।
Answer
মানুষ মারা গেলে তার কবর খনন করা এবং কাফন-দাফনের ব্যবস্থা করা জীবিতদের নৈতিক দায়িত্ব ও বড় সওয়াবের কাজ। এসব কাজ বিনিময়হীন হওয়াই কাম্য। যদিও কবর খনন করে এবং মৃতকে গোসল দিয়ে বিনিময় গ্রহণ করা নাজায়েয নয়।
—আলমুহীতুর রাযাবী ৬/৫৩১; আলমুহীতুল বুরহানী ৮/৬৩; ফাতহুল কাদীর ২/৭৬; আলবাহরুর রায়েক ২/১৭৩; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩১২