Shawal 1444 || May 2023

আব্দুর রহমান - বারহাট্টা, নেত্রকোণা

৬১৪৫. Question

আমাদের এলাকার কবরস্থানে আমার দাদীকে কবর দেওয়া হয়। আমরা সাধারণত কবর যিয়ারতের সময় কবরের কাছে চলে যেতাম। কিন্তু এখন সামনে আরো কিছু নতুন কবর হওয়াতে দাদীর কবরের কাছে যেতে হলে কয়েকটি কবরের উপর দিয়ে হেঁটে যেতে হয়। এছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। জানতে চাচ্ছি, এক্ষেত্রে কি আমাদের জন্য কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া ঠিক হবে?

Answer

কবরের উপর দিয়ে বিশেষ প্রয়োজন ছাড়া হাঁটাচলা করা মাকরূহ। হাদীস শরীফে এসেছে, জাবের রা. বর্ণনা করেন

نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনা লাগাতে এবং তাতে লিখতে, এর উপর ঘর নির্মাণ করতে ও পদদলিত করতে নিষেধ করেছেন। জামে তিরমিযী, হাদীস ১০৫২

তাই যিয়ারতের সময় নিজ আত্মীয়-স্বজনের কবরের কাছে পৌঁছার উদ্দেশ্যে অন্য কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে না। তা মাকরূহ হবে। যিয়ারত দূর থেকেও করা যায়। যিয়ারতের জন্য কবরের একেবারে কাছে আসা জরুরি নয়। সুতরাং কবরের কাছে পৌঁছার ভিন্ন কোনো রাস্তা না থাকলে দূর থেকেই যিয়ারত করবে।

মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, বর্ণনা ১১৮৯৫, ১১৯০০; বাদায়েউস সানায়ে ২/৬৫; আততাজনীস ওয়াল মাযীদ ২/২৮৮; আলমুহীতুর রাযাবী ১/৪৭০; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৭; রদ্দুল মুহতার ২/২৪৫

Read more Question/Answer of this issue