Shawal 1444 || May 2023

আয়মান হাফিয - কুমিল্লা

৬১৪৪. Question

গত কয়েকদিন আগে আমি যোহরের আগের চার রাকাত সুন্নত নামায শুরু করি। প্রথম বৈঠকে বসার পর জামাত শুরু হয়ে যায়। তাই আমি সালাম ফিরিয়ে জামাতে শরীক হই। নামাযের পর আর সেই সুন্নত নামাযটি পুনরায় পড়া হয়নি। হুজুরের কাছে জানতে চাচ্ছি, এখন কি আমাকে ঐ চার রাকাত সুন্নতের কাযা করতে হবে? কারণ আমি শুনেছি, নফল ও সুন্নত নামায শুরু করলে তা ওয়াজিব হয়ে যায়।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে এখন ঐ চার রাকাতের কাযা আদায় করতে হবে না। কেননা চার রাকাত সুন্নতের নিয়ত করার পর দুই রাকাত সম্পন্ন করে সালাম ফিরালে নিয়তের কারণে চার রাকাত পড়া ওয়াজিব হয়ে যায় না। তবে প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু যোহরের চার রাকাত সুন্নতে মুআক্কাদা জামাতের পূর্বে পড়তে পারেননি, তাই জামাতের পর চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া উচিত ছিল। কেননা হাদীস শরীফে এসেছে, আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন

إِذَا فَاتَتْهُ الْأَرْبَعُ قَبْلَ الظُّهْرِ، صَلَّاهَا بَعْدَ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারলে তা যোহর-পরবর্তী দুই রাকাত সুন্নতের পর পড়ে নিতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ১১৫৮)

সুতরাং কখনো যোহরের পূর্বের চার রাকাত যোহরের আগে পড়তে না পারলে তা পরবর্তী দুই রাকাত সুন্নতের পরে পড়ে নেবে।

বাদায়েউস সানায়ে ২/৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৮; আলমুহীতুল বুরহানী ২/২১৯; আলবাহরুর রায়েক ২/৫৯; গুনইয়াতু যাবিল আহকাম ১/১১৭

Read more Question/Answer of this issue