আবদুল বাসেত - সাভার, ঢাকা
৬১৪৩. Question
আমি এক মসজিদের ইমাম। গতকাল ফজরের নামাযের প্রথম রাকাত কেরাত পড়তে গিয়ে—
اِنَّمَا یَخْشَی اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا.
—আয়াতের اللهُ পেশ দিয়ে এবং الْعُلَمَاءَ যবর দিয়ে পড়ে ফেলি। অতঃপর ওভাবেই নামায শেষ করি। নামায শেষে আমি সংশয়ে পড়ে যাই যে, নামায সহীহ হয়েছে কি না। তাই সে সম্পর্কে মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, তা কি সহীহভাবে আদায় হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ভুলের কারণে যদিও সাধারণ মূলনীতি অনুযায়ী নামায ফাসেদ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে ভিন্ন একটি উসূলের ভিত্তিতে মুতাআখখিরীন (পরবর্তী যুগের) ফকীহগণ নামায নষ্ট না হওয়ার ফতোয়া প্রদান করেছেন। সে হিসেবে আপনার উক্ত ফরয নামায আদায় হয়ে গেছে।
—ফাতাওয়া খানিয়া ১/১৩৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১১৩; ফাতাওয়া সিরাজিয়্যাহ, পৃ. ১২২; ফাতাওয়া হিন্দিয়া ১/৮১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/২৬৭; রদ্দুল মুহতার ১/৬৩১