Shawal 1444 || May 2023

সাজ্জাদ হোসেন - যাত্রাবাড়ি, ঢাকা

৬১৪০. Question

আমি ঢাকা যাত্রাবাড়ি থাকি। সেখানেই এক কোম্পানিতে চাকরি করি। কোম্পানির বিভিন্ন কাজে চট্টগ্রামে যেতে হয়। গত সপ্তাহে একদিন যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিই। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরপরই অফিস থেকে ফোন করে পুনরায় যাত্রাবাড়ি ফিরে যেতে বলে। যেহেতু তখনও আমি ৭৮ কি. মি. অতিক্রম করিনি, তাই ফেরার পথে আসরের নামায কসর পড়ব, না পুরা পড়ব এ নিয়ে সংশয়ে পড়ে যাই। এক ভাইকে জিজ্ঞেস করলে তিনি বললেন, যেহেতু আপনি সফরের নিয়তে বের হয়েছেন তাই পুনরায় আপনার এলাকায় ফিরে যাওয়া পর্যন্ত মুসাফির থাকবেন এবং নামায কসর পড়বেন। তাই আমি উক্ত আসরের নামায কসর পড়ি। হযরতের কাছে জানতে চাচ্ছি, উক্ত নামায কসর পড়া কি ঠিক হয়েছে? জানিয়ে উপকৃত করবেন।

Answer

 প্রশ্নোক্ত ক্ষেত্রে সফর বাতিল করার পর ফিরতি পথে উক্ত আসরের নামায কসর পড়া সহীহ হয়নি। পূর্ণ চার রাকাত পড়া আবশ্যক ছিল। সুতরাং আপনাকে পুনরায় উক্ত আসরের নামায পূর্ণ চার রাকাত কাযা পড়ে নিতে হবে। কেননা সফরের নিয়তে বের হওয়ার পর সফরসম দূরত্বে যাওয়ার আগেই যাত্রা বাতিল করলে যাত্রা বাতিলের নিয়ত করার সাথে সাথেই মুকীম হয়ে যায়। সুতরাং এক্ষেত্রে ফিরতি পথে চার রাকাতবিশিষ্ট নামায পূর্ণ চার রাকাতই পড়তে হবে; কসর পড়া যাবে না।

বাদায়েউস সানায়ে ১/২৬৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১৩৫; ফাতাওয়া খানিয়া ১/১৬৫; তাবয়ীনুল হাকায়েক ১/৫১২; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৪৬৮

Read more Question/Answer of this issue