Shawal 1444 || May 2023

উমামা ইশরাত - মুন্সিগঞ্জ

৬১৩৯. Question

কয়েকদিন আগে ঘুমের কারণে আসরের নামায দেরী হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই দ্রুত ওযু করে আসি। তখন সময় ছিল ৫:৫৫ মিনিট। আমি আসরের  নামাযে দাঁড়িয়ে যাই। কিন্তু নামায শেষ করার আগেই মাগরিবের আযান শুনতে পাই। তখন আমি আসরের নামায পূর্ণ করে তারপর মাগরিবের নামায আদায় করি। নামাযের পর জানতে পারলাম, সেদিনের সূর্যাস্তের সময় ছিল ৫:৫৭ মিনিটে। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আমার উক্ত আসরের নামায কি সহীহ হয়েছে, নাকি এর কাযা করতে হবে?

Answer

আপনার উক্ত আসরের নামায আদায় হয়ে গেছে; তা পুনরায় পড়তে হবে না। কেননা সূর্যাস্তের সময়ও ঐদিনের আসরের নামায আদায় করা জায়েয আছে। তবে তা মাকরূহ। আর আসরের নামাযে থাকাবস্থায় সূর্যাস্ত হয়ে গেলেও আসরের নামায নষ্ট হয় না। তবে এ অবস্থায় নামায আদায় হয়ে গেলেও যেহেতু তা মাকরূহে তাহরীমী হয়, তাই সূর্য হলুদ বর্ণের হওয়ার আগেই মুস্তাহাব ওয়াক্ত থাকতেই আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে।

কিতাবুল আছল ১/১৩০; আলমাবসূত, সারাখসী ১/১৫২; আলমুহীতুর রাযাবী ১/২০২; মুখতারাতুন  নাওয়াযিল ১/২৪৬,২৪৮; আলজাওহারাতুন নাইয়িরা ১/৮৯; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩০৩

Read more Question/Answer of this issue