Shawal 1444 || May 2023

আবদুল্লাহ - আদাবর, ঢাকা

৬১৩৬. Question

আমি সবসময় পকেটে দশ পারার মুসহাফ (কুরআনের কপি) রাখি। যাতে যখন ইচ্ছা কুরআন তিলাওয়াত করতে পারি। মুসহাফটি পকেটে রাখার সময় গিলাফে আবৃত করে রাখি। আমার প্রশ্ন হল, গিলাফে আবৃত মুসহাফ পকেটে থাকা অবস্থায় আমি টয়লেটে প্রবেশ করতে পারব কি না?

Answer

টয়লেট অপবিত্র ও দুর্গন্ধযুক্ত স্থান। তাই মুসহাফ গিলাফে আবৃত হলেও তা পকেটে নিয়ে টয়লেটে প্রবেশ না করা কর্তব্য। কেননা এটা কুরআনের সম্মান ও আদব পরিপন্থী। সুতরাং মুসহাফ বাইরে রেখে যাওয়ার সুযোগ থাকলে বাইরেই রেখে যাবে।

আলমুহীতুল বুরহানী ৮/৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/২১৯; আলবাহরুর রায়েক ১/২৪৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩০

Read more Question/Answer of this issue