Rabiul Akhir 1428 || May 2007

আব্দুল আলিম - মোড়লগঞ্জ, বাগেরহাট

০৯৭১. Question

নাভির নিচের চুল ও বগলের চুল কাটার মেয়াদ কী? কতদিনের মধ্যে তা কাটতে হবে? এ ব্যাপারে একটি কথা শুনেছি যে, ৪০ দিনের বেশি হলে নামায হবে না, এটি কতটুকু সত্য জানিয়ে বাধিত করবেন।

Answer

নাভির নিচের চুল ও বগলের চুল প্রতি সপ্তাহেই পরিষ্কার করা উচিত এবং এ কাজটি শুক্রবার জুমার আগে করাই ভালো। অবশ্য প্রতি ১৫ দিনেও করা যেতে পারে। তবে ৪০ দিনের মধ্যে অবশ্যই করতে হবে। কেননা ৪০ দিন থেকে বিলম্ব করা মাকরূহে তাহরীমী। -ফাতাওয়া শামী ৬/৪০৬; ফাতাওয়া রহীমিয়া ৩/২০৩-২০৪, ২/২৩৯

হযরত আনাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ ও গোঁফ কাটা এবং বগলের চুল উপড়ানোর ব্যাপারে আমাদের মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন যে, আমরা যেন সেগুলো ৪০ রাতের অধিক আপন অবস্থায় (না কেটে অক্ষত) ছেড়ে না রাখি। -সহীহ মুসলিম ১/১৯৭, হাদীস ২৫৮; সুনানে নাসায়ী ১/৪, হাদীস ১৪;

তবে ৪০ দিনের বেশি হয়ে গেলে নামায হবে না কথাটা ঠিক নয়।

Read more Question/Answer of this issue