Rabiul Akhir 1428 || May 2007

আবু নাঈম - চকবাজার, ঢাকা

০৯৭০. Question

রুটি বানানোর পর কখনো হাত পরিপূর্ণ পরিষ্কার করার পরও নখের ফাঁকে আটা লেগে থাকে। এছাড়া মাটির কাজ করলেও নখে মাটি লেগে থাকে।  এমনিভাবে নখ কিছুটা বড় হলেই তাতে ময়লা জমে থাকে। আর অজু-গোসলে তো সকল অঙ্গে পানি প্রবাহিত করা শর্ত। কিন্তু নখের ভিতর ময়লা জমে থাকলে ওই স্থানে পানি প্রবাহিত করার শর্ত পাওয়া যায় না। এমতাবস্থায় অজু-গোসল সহীহ হবে কি না?

Answer

অজু-গোসলের সময় নখের ভিতর লেগে থাকা আটা বা ময়লা ভিজে তার নিচে পানি পৌঁছালেই অজু-গোসল হয়ে যাবে। পানি প্রবাহিত হওয়া জরুরি নয়।

-তাতারখানিয়া ১/৯০; খুলাসাতুল ফাতাওয়া ১/২২; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৪; আদ্দুররুল মুখতার ১/১৫৪; শরহুল মুনইয়াহ ৪৯

Read more Question/Answer of this issue