Rabiul Akhir 1428 || May 2007

মুহাম্মাদ আরিফুল ইসলাম - মাদরাসা আবুবকর সিদ্দিক রা.,  ৪৯/২, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা ১২০৪

০৯৬৯. Question

কোনো ব্যক্তি তার এক সন্তানকে কিছু জমি এই শর্তে দান করেছে যে, পিতা জীবিত অবস্থায় সে তাতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। মৃত্যুর পর সে তার মালিকানা লাভ করবে। পরবর্তীতে যাকে দান করা হয়েছিল সে উক্ত সম্পত্তি চাষাবাদ করে এবং কিছুদিন পর ইন্তেকাল করে। আমার জানার বিষয় হল, এ ধরনের শর্ত করে দান করা সহীহ কি না? শরীয়তের দৃষ্টিতে সম্পত্তির বর্তমান মালিক কে?

Answer

দান কার্যকর হওয়ার জন্য দুটি জরুরি শর্ত রয়েছে। যথা:

১. দাতা দানকৃত বস্তুর মালিক হওয়া। ২. যাকে দান করবে তাকে বুঝিয়ে দেওয়া। এ দুটি শর্তের কোনো একটি না পাওয়া গেলে দান কার্যকর হবে না। সুতরাং দাতার মৃত্যুর পর মালিক হবে এ প্রক্রিয়ায় দান সহীহ নয়। কারণ, একে তো মৃত্যুর পর ওই বস্তুর মালিক দাতা থাকে না; বরং মৃত্যুর সাথে সাথে ওয়ারিশরাই তার মালিক হয়ে যায়। দ্বিতীয়ত এ পদ্ধতিতে দান করলে যেমনিভাবে প্রথম শর্তটি পাওয়া যায় না তেমনিভাবে দখল বুঝিয়ে দেওয়ার শর্তও পাওয়া যায় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই সম্পত্তির মালিক ওই সন্তান নয়; বরং পিতা কিংবা তিনি জীবিত না থাকলে তার সকল ওয়ারিশই তার মালিক।

প্রকাশ থাকে যে, প্রশ্নোক্ত শর্তের ভিত্তিতে দানকৃত জমি ওই সন্তান চাষাবাদ করলেও এতে তার মালিকানা প্রমাণিত হবে না, যতক্ষণ না তার পিতার জীবদ্দশায় সন্তানের নামে জমির মালিকানা ও দখল হস্তান্তরের যথাযথ প্রমাণ ও দলিলপত্র পাওয়া না যাবে।

-আদ্দুররুল মুখতার ৫/৬৮৮-৩৯২; আলবাহরুর রায়েক ৭/২৮৫; বাদায়েউস সানায়ে ৫/১৭৫; ফাতাওয়া হিন্দিয়া ৩৭৪

Read more Question/Answer of this issue