Rabiul Akhir 1428 || May 2007

হাফেয জহীরুল ইসলাম - পোরশা, নওগাঁ

০৯৬৮. Question

শুনেছি পিছনের কাতারে একা দাঁড়ানো মাকরূহ। এটা কোন ধরনের মাকরূহ? সামনের কাতারে যদি জায়গা না থাকে আর পিছনের কাতারে দাঁড়ানোর মতো অন্য কেউ না থাকে এ ক্ষেত্রেও কি একা দাঁড়ানো যাবে না? সামনের কাতার থেকে কাউকে পিছনের কাতারে নিয়ে আসা কি জরুরি?

Answer

সামনের কাতারে দাঁড়ানোর জায়গা থাকা অবস্থায় পিছনের কাতারে একা দাঁড়ানো মাকরূহে তাহরীমী। আর সামনের কাতারে জায়গা না থাকলে এবং সামনের কাতার থেকে টেনে পিছনের কাতারে নিয়ে আসার মতো লোকও না পাওয়া গেলে পিছনের কাতারে একা দাঁড়ানো মাকরূহ নয়; বরং এ ক্ষেত্রে পিছনের কাতারে ইমামের বরাবর একা দাঁড়ানোই নিয়ম।

উল্লেখ্য সামনের কাতারে জায়গা না থাকলে এবং পিছনের কাতারে দাঁড়ানোর অন্য কাউকে না পেলে তখন সামনের কাতার থেকে কোনো মুসল্লীকে টেনে পিছনের কাতারে নেওয়া যাবে। তবে শর্ত হল, এমন লোককে নেওয়া যাবে যিনি এ সর্ম্পকিত মাসআলা জানেন এবং এতে বিব্রত হবেন না। সুতরাং এ ধরনের লোক পাওয়া না গেলে সামনের কাতার থেকে কাউকে টানা যাবে না।

-সহীহ বুখারী ২/২২২; আলমুহীতুল বুরহানী ১/৫১২; ফাতহুল কাদীর ১/৩০৯; তাতারখানিয়া ১/৫৬৯; ইলাউস সুনান ৪/৩৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৭

Read more Question/Answer of this issue