Rabiul Akhir 1428 || May 2007

আতীকুর রহমান - কানাইঘাট, সিলেট

০৯৬৬. Question

এক ব্যক্তি বিয়ের কয়েকদিন পর বিদেশে চলে যায়। বিদেশ থেকে খবর পায়, নয় মাসের মাথায় তার স্ত্রীর সন্তান হয়েছে। এখন ওই ব্যক্তি ভীষণ সন্দেহ করছে যে, ওই সন্তান কি তার নাকি হারাম সন্তান? একে কি সে তার ঔরসজাত সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে? স্ত্রী যদি কারও সাথে গোপনে খেয়ানত করে থাকে তবুও কি এই সন্তান স্বামীরাই গণ্য হবে? আশা করি সঠিক সমাধান জানাবেন।

Answer

এ নবজাতক ওই মহিলার প্রবাসী স্বামীর ঔরসজাত সন্তান। কেননা এ মহিলা তারই স্ত্রী এবং সন্তানও হয়েছে ৬ মাস অতিক্রমের পর। আর শরীয়তে এ ধরনের সন্দেহের কোনো অবকাশ নেই। তাই এসব অমূলক সন্দেহ পরিত্যাগ করা জরুরি।

-সহীহ বুখারী ১/২৭৬, হাদীস : ২০৫৩, ২২১৮; সহীহ মুসলিম ১/৪৭০, হাদীস : ১৪৫৭/৩৬; রদ্দুল মুহতার ৩/৫৪০; বাদায়েউস সানায়ে ৫/৩৬৩

Read more Question/Answer of this issue