Rabiul Akhir 1428 || May 2007

আজমাল হুসাইন - হেসামদ্দি, বরিশাল

০৯৬৫. Question

অনেক সময় কোনো কোনো কোম্পানির মোবাইল কার্ড অধিক মূল্যে ক্রয় করতে হয়। যেমন ৫০ টাকার কার্ড ৫৪/৫৫ টাকায়। আমি দিচ্ছি ৫৫ টাকা আর পাচ্ছি ৫০ টাকা। প্রশ্ন হল, এই বাড়তি দেওয়াটা সুদ হিসেবে গণ্য হবে কি না?

Answer

৫০ টাকার মোবাইল কার্ড ৫৪/৫৫ টাকায় ক্রয়-বিক্রয় করলে এত সুদ হয় না। কারণ এটি একটি পণ্য। ৫০ টাকার কার্ডটি মূলত টাকা নয়; বরং ৫০ টাকা মূল্যমানের টেলিযোগাযোগ সেবা। তাই এ সেবা কেউ ৫০ টাকা দিয়ে ক্রয় করে অন্যের নিকট অধিক মূল্যে বিক্রি করলে এটা সুদ হবে না। অবশ্য যথাযথ কারণ ছাড়া কোম্পানি কর্তৃক নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি ক রা অন্যায়।

-তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৪০০; ফাতহুল কাদীর ৬/১৫৯

Read more Question/Answer of this issue