মোহাম্মাদ আলী - মনপুরা, কচুয়া, চাঁদপুর
০৯৬২. Question
আমার চক্ষু অপারেশনের কারণে অযু করার সময় চোখের নিচের অংশ পানি দ্বারা ধৌত করি এবং উপরের অংশ মাসেহ করি এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যথানিয়মে ধৌত করে নামায পড়ি।
এ প্রসঙ্গে জনৈক আলেমের নিকট শুনেছি, এই মাসেহ এবং ধৌত করা অযুর চেয়ে তায়াম্মুম করাই ভালো। এ ক্ষেত্রে আমি জানতে চাই যে, কোনটি সঠিক।
Answer
এ পরিস্থিতিতে আপনার চোখের যেখানে পানি পৌঁছানো নিষিদ্ধ সেস্থানে মাসেহ করে বাকি অংশ এবং অন্যান্য অঙ্গ ধৌত করে অযু করাই নিয়ম। এভাবে অযু না করে তায়াম্মুম করলে পবিত্রতা অর্জিত হবে না। তাই ‘এভাবে অযু না করে তায়াম্মুম করা উত্তম’ এ কথা ঠিক নয়।
-তবারানী, কাবীর ৮/১৩১; মাজমাউয যাওয়াইদ ১/৫৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৮৪; আলমুহীতুল বুরহানী ১/৩৬০; ফাতহুল কাদীর ১/১৪০; শরহুন নুকায়া ১/৭৫; তুহফাতুল ফুকাহা ১/৯০; ফাতাওয়া বাযযাযিয়া ১/১৫