মোহাম্মাদ আলী - মনপুরা, কচুয়া, চাঁদপুর
০৯৬১. Question
আমার চক্ষু অপারেশনের কারণে ইশারা করে নামায পড়ি। এই অবস্থায় আমি কি দাঁড়িয়ে নামায আদায় করব না বসে আদায় করব?
Answer
স্বাভাবিকভাবে আদায়ে অক্ষম বা মাজু ব্যক্তির জন্য দাঁড়িয়ে ইশারায় নামায পড়ার চেয়ে বসে ইশারা করে নামায পড়া উত্তম।
-ফাতহুল কাদীর ২/৭; ফাতাওয়া খানিয়া ১/১৭১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; তাবয়ীনুল হাকায়েক ১/২০২