Shaban-Ramadan 1444 || March-April 2023

মুহাম্মাদ হাবিবুল্লাহ - মুক্তাগাছা, ময়মনসিংহ

৬১৩৫. Question

আমার বাড়ি ময়মনসিংহ। বাড়িতে যাওয়ার সময় অনেক সময় বাসে গান চলতে থাকে। তখন গানবাজনা থেকে মানোযোগ ফিরিয়ে রাখার উদ্দেশ্যে আমি যিকির করতে থাকি। কিন্তু মনে মনে ভয় হয় যে, এতে আবার যিকিরের অসম্মান হয়ে যায় কি না! মুহতারামের নিকট জানতে চাই, এই পরিস্থিতিতে গানবাজনা থেকে মনোযোগ ফিরিয়ে রাখার উদ্দেশ্যে যিকির করা কি জায়েয আছে? এতে কি যিকিরের অসম্মান হবে?

Answer

গানবাজনা থেকে মনোযোগ ফিরিয়ে রাখার উদ্দেশ্যে যিকির করা জায়েয আছে। এতে যিকিরের অসম্মান হয় না; বরং উক্ত পরিস্থিতিতে কান ও মনকে গান থেকে বিরত রাখার জন্য যিকির-আযকারে মশগুল থাকা প্রশংসনীয় কাজ।

উল্লেখ্য, এ ধরনের পরিস্থিতিতে সম্ভব হলে গানবাজনা বন্ধ করার চেষ্টা করা যেতে পারে। 

ফাতাওয়া খানিয়া ৩/৪২৪; মুখতারাতুন নাওয়াযিল ৩/৭৩; আলমুহীতুল বুরহানী ৭/৫০৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৩১; আলইখতিয়ার ৪/১৯৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩১৫

Read more Question/Answer of this issue