Shaban-Ramadan 1444 || March-April 2023

ফাইয়াজ মাহমুদ - বনশ্রী, ঢাকা

৬১৩৪. Question

সম্মানিত মুফতী সাহেবের নিকট জানতে চাই, পুরুষের বুকে-পিঠে এমনিভাবে হাতে-পায়ে পশম বেশি হলে সেগুলো কেটে ফেলা অথবা লোমনাশক পাউডার দ্বারা উঠিয়ে ফেলা কি জায়েয হবে?

Answer

পুরুষের বুক-পিঠ বা হাত-পায়ের পশম কাটা কিংবা লোমনাশক পাউডার দ্বারা সেগুলো উঠিয়ে ফেলা নাজায়েয নয়, তবে তা পছন্দনীয় নয়। তাই প্রয়োজন না হলে এ থেকে বিরত থাকাই শ্রেয়।

ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২১১; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/২০৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৮; রদ্দুল মুহতার ৬/৪০৭; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/২০৩

Read more Question/Answer of this issue