Shaban-Ramadan 1444 || March-April 2023

মুহাম্মাদ তানভীর - বাড্ডা, ঢাকা

৬১৩৩. Question

দুধ, চিনি, বিস্কুট, মিষ্টি ইত্যাদি খাবারের মধ্যে অনেক সময় পিঁপড়া থাকে। এসব খাদ্যের সঙ্গে কখনো কখনো দুয়েকটা পিঁপড়া মুখে চলে যায়। জানতে চাই, খাবারের সঙ্গে এসব পিঁপড়া খাওয়া কি জায়েয আছে?

Answer

পিঁপড়া খাওয়া নাজায়েয। কোনো খাবারের মধ্যে পিঁপড়া থাকলে সম্পূর্ণরূপে তা বেছে ফেলে দিতে হবে। জেনেশুনে একটি পিঁপড়াও খাওয়া যাবে না। তবে খাবারে পিঁপড়া পড়ে গেলে ঐ  খাবার খেতে কোনো অসুবিধা নেই। শুধু  পিঁপড়াগুলো বেছে ফেলে দেবে।

আলমাবসূত, সারাখসী ১১/২২০; বাদায়েউস সানায়ে ২/৩১৭; মুখতারাতুন নাওয়াযেল ৩/১৭৮; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৬৭; রদ্দুল মুহতার ৬/৩০৪

Read more Question/Answer of this issue