Shaban-Ramadan 1444 || March-April 2023

আলতাফ হোসেন - মিরপুর, ঢাকা

৬১৩১. Question

কম্পিউটার সংক্রান্ত বিষয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে। তাই পরিচিতজনেরা কখনো কখনো আমাকে ল্যাপটপ ও বিভিন্ন কম্পিউটার সরঞ্জাম কিনে দিতে বলে। আমি যাদের কাছ থেকে কিনি তারা আমার দীর্ঘদিনের পরিচিত হওয়ায় আমাকে বিশেষ ডিসকাউন্ট দেয়, যা অন্য কোনো সাধারণ ক্রেতাকে দেয় না। মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, যাদের জন্য আমি কম্পিউটার সরঞ্জাম কিনি তাদের কাছ থেকে আমি প্রকৃত বাজারমূল্য নিয়ে ডিসকাউন্ট কি নিজে ভোগ করতে পারব?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি মূল ক্রেতা নন; বরং তাদের ক্রয় প্রতিনিধি। বিক্রেতা ডিসকাউন্ট দিলে তা মূল ক্রেতার প্রাপ্য, প্রতিনিধির নয়। সুতরাং প্রশ্নোক্ত ডিসকাউন্ট তারাই পাবে, যারা আপনাকে কম্পিউটার ইত্যাদি কিনে দিতে বলে। আপনার জন্য গ্রহণ করা জায়েয হবে না। অবশ্য ডিসকাউন্টের পরিমাণ মূল ব্যক্তিকে বলার পর সে স্বতঃস্ফূর্ত আপনাকে দিয়ে দিলে তা গ্রহণ করতে পারবেন।

কিতাবুল আছল ১১/২৮৮; আলমাবসূত, সারাখসী ১৯/৬০; আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; আলবাহরুর রায়েক ৭/১৫৫; আদ্দুররুল মুখতার ৫/৫১৬

Read more Question/Answer of this issue