Shaban-Ramadan 1444 || March-April 2023

মোঃ সেলিম - চট্টগ্রাম

৬১৩০. Question

বর্তমানে আমার কাছে ১০ লক্ষ টাকা জমা আছে। আমি জানি, এ কারণে আমার ওপর হজ্ব  ফরয হয়েছে। উক্ত টাকার ওপর কিছুদিন পূর্বে বছর অতিক্রম হয়েছে। জানতে চাচ্ছি, ঐ টাকার ওপর যেহেতু বছর অতিক্রান্ত হয়েছে, তাই যাকাত আদায় করার সময় তা থেকে হজ্বের টাকা বাদ দিতে পারব, নাকি সব টাকারই যাকাত দিতে হবে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত দশ লক্ষ টাকা যেহেতু আপনার কাছেই আছে এবং বছরও অতিক্রান্ত হয়ে গেছে, তাই আপনার জিম্মায় হজ্ব ফরয হলেও পূর্ণ দশ লক্ষ টাকারই যাকাত দিতে হবে। এ থেকে হজ্বের টাকা বাদ দেওয়া জায়েয হবে না।

শরহু মুখতাসারিত তাহাবী ২/২৪৯; আলমুহীতুর রাযাবী ১/৫১৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪০; আলইখতিয়ার ১/৩৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩

Read more Question/Answer of this issue