মুফিজুল ইসলাম মৃধা - মাইজবাড়ী, ময়মনসিংহ
৬১২৮. Question
আমি প্রতি বছর স্ত্রী, সন্তান ও আমার নিজের সদকায়ে ফিতর আদায় করি। গত জুমায় খতীব সাহেবের বয়ানে শুনলাম, স্বামীর উপর স্ত্রীর সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক নয়; বরং স্ত্রী নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে নিজেই নিজের সদকায়ে ফিতর আদায় করবে। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, আমার স্ত্রী যেহেতু আগে থেকেই নেসাব পরিমাণ সম্পদের মালিক ছিল, তাই এখন কি তার বিগত বছরগুলোর সদকায়ে ফিতর আদায় করতে হবে, নাকি তার পক্ষ থেকে আমার আদায় করার দ্বারাই আদায় হয়ে গেছে?
Answer
স্ত্রী নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেও স্বামী তার সদকায়ে ফিতর আদায় করতে পারে। সুতরাং আপনার জন্য স্ত্রীর পক্ষ থেকে বিগত বছরগুলোর সদকায়ে ফিতর আদায় করা সহীহ হয়েছে। তা পুনরায় আদায় করতে হবে না।
—আলমাবসূত, সারাখসী ৩/১০৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৫০; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৭; রদ্দুল মুহতার ২/৩৬৩