Shaban-Ramadan 1444 || March-April 2023

মুহাম্মাদ আমীন শিকদার - সাইনবোর্ড, নারায়ণগঞ্জ

৬১২৭. Question

আমাদের একটি সমাজ কল্যাণ সংস্থা আছে। এ সংস্থার পক্ষ থেকে আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকি। আমাদের এলাকায় এমন অনেক লোক আছে, যারা প্রতি বছর যাকাত দিয়ে থাকে। আমরা চাচ্ছি, তাদের যাকাতের টাকাগুলো জমা করে একটি বড় ধরনের হোটেলের ব্যবসা করব। উক্ত ব্যবসার সমস্ত লাভ গরীব-মিসকীনদের মাঝে বণ্টন করে দেওয়া হবে। আশা করা হচ্ছে, এতে গরীবদের উপকার  বেশি হবে। মাননীয় মুফতী সাহেবের কাছে জানতে চাই, এভাবে যাকাতের টাকা দিয়ে ব্যবসা করতে কি কোনো অসুবিধা আছে?

Answer

শরীয়তের বিধান হল, যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে সরাসরি যাকাতের মালিক বানিয়ে দেওয়া। তাই যাকাতের টাকা দিয়ে হোটেল বানিয়ে তার আয় গরীবদের দেওয়া বা অন্য কোনো ব্যবসায় এ টাকা বিনিয়োগ করা যাবে না। এসব ক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করলে যাকাত আদায় হবে না।

প্রকাশ থাকে যে, যাকাতের বিধান শরীয়তের গরীব-মিসকীনদের খোরপোষ, চিকিৎসা ও আপতকালীন সমস্যা দূর করা ও সমাজ থেকে দারিদ্র্য বিমোচনের জন্য প্রদান করা হয়েছে। তাই সরাসরি গরীবদেরকেই এ টাকা দিয়ে দিতে হবে। এ টাকা দিয়ে তাদের জন্য ব্যবসা করার মানসিকতা পরিহার করা উচিত।

বাদায়েউস সানায়ে ২/১৪২; তাবয়ীনুল হাকায়েক ২/২৮; রদ্দুল মুহতার ২/২৭০

Read more Question/Answer of this issue