Shaban-Ramadan 1444 || March-April 2023

আব্দুল মালেক - ভোলা

৬১২৬. Question

এক ব্যক্তি ২০১৮ সালে হজ্বের জন্য একটি হজ্ব এজেন্সিতে টাকা জমা করেছে। কিন্তু করোনার কারণে হজ্বে যাওয়া বন্ধ হয়ে যায়। এ বছর হজ্বে যাওয়া শুরু হলেও তার সিরিয়াল আসেনি। সুতরাং ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হজ্বের টাকা এজেন্সির কাছে জমা আছে। সামনে যখন তার নাম আসবে তখন হজ্বে যাবে। সে চাইলে টাকা ফেরত নিতে পারত। কিন্তু যেহেতু সে হজ্বে যাবেই, তাই টাকা উঠায়নি। এখন প্রশ্ন হল, তার এ টাকার কি যাকাত দিতে হবে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তি যেহেতু হজ্বে যাওয়ার জন্যই এজেন্সিতে টাকা জমা করেছে, তাই ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হজ্ব এজেন্সির কাছে জমা থাকা উক্ত টাকার উপর তার যাকাত আদায় করতে হবে না।

বাদায়েউস সানায়ে ২/৮৮; আলমুহীতুর রাযাবী ১/৫১৯; আলবাহরুর রায়েক ২/২০৩

Read more Question/Answer of this issue