Shaban-Ramadan 1444 || March-April 2023

মুনীরুল হক - ঢাকা

৬১২৫. Question

গত রবিউল আওয়াল মাসের শেষদিকে আমি মোবাইলে বেশ কিছু টাকা রিচার্জ করি। রবিউল আখিরের প্রথম তারিখে আমার যাকাতবর্ষ পূর্ণ হয়। তখন আমার মোবাইল ব্যালেন্সে এক হাজার টাকা ছিল। মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আমার অন্যান্য সম্পদের সাথে এই এক হাজার টাকারও কি যাকাত দিতে হবে?

Answer

মোবাইলের রিচার্জ ব্যালেন্সে যে টাকা দেখা যায়, তা মূলত টাকা নয়; বরং ঐ টাকা সমপরিমাণ টেলিযোগাযোগ সেবা, যা ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে। তাই অন্যান্য ব্যবহারের পণ্যের ন্যায় মোবাইল রিচার্জ ব্যালেন্সেরও যাকাত দিতে হবে না। সুতরাং আপনার উক্ত ব্যালেন্স যাকাতের ক্ষেত্রে হিসাবযোগ্য নয়।

আলমাবসূত, সারাখসী ২/১৯৮; খিযানাতুল ফিকহ, পৃ. ৭২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২

Read more Question/Answer of this issue