মুহাম্মাদ সেলিম - সোনাগাজী, ফেনী
৬১২৪. Question
আমাদের গ্রামে এক বৃদ্ধ গরীব লোক আছে। যার এক ছেলে দুই মেয়ে। তারা সবাই বিবাহিত। ছেলেটি দেশের বাইরে থাকে। সে বাবার জন্য চিকিৎসাসহ যাবতীয় খরচ বাবদ কিছু টাকা প্রতি মাসে তার স্ত্রীর নিকট পাঠিয়ে দেয়। কিন্তু স্ত্রী তার বাবাকে সেই টাকা দেয় না। ফলে তার চলতে কষ্ট হয়ে যায়। মুফতী সাহেবের কাছে জানতে চাই, আমি কি সেই ছেলের বাবাকে যাকাতের টাকা দিতে পারব? জানিয়ে উপকৃত করবেন।
Answer
প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু ঐ ব্যক্তি গরীব এবং তার কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই, তাই সে যাকাতের উপযুক্ত। সুতরাং আপনি তাকে যাকাত দিতে পারবেন। এতে সমস্যা নেই।
—বাদায়েউস সানায়ে ২/১৫৮; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৪২; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৫; আলবাহরুর রায়েক ২/২৪৬