Shaban-Ramadan 1444 || March-April 2023

শরীফ হাসান - নোয়াখালী

৬১২৩. Question

এক নারী এক বছরের একটি বাচ্চা মেয়ে রেখে মারা যায়। তখন মেয়েটির খালা তাকে লালন-পালনের দায়িত্ব নেন। মেয়েটিকে তিনি দুধ পান করাতে চান। তার স্বামী, সন্তানাদিও আছে। সন্তানরা সবাই প্রাপ্তবয়স্ক। অনেক বছর যাবৎ তার দুধ আসে না। তখন চিকিৎসার মাধ্যমে তার দুধ আসে। ফলে মেয়েটিকে তার খালা দুধ পান করায়।

এখন জানার বিষয় হল, এমতাবস্থায় মেয়েটির খালু তার দুধপিতা হবেন কি না? এবং মেয়েটি বড় হওয়ার পর তার খালুর সাথে দেখাসাক্ষাৎ করতে পারবে কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত নারীর যে দুধ এসেছে তা যেহেতু বাচ্চা হওয়ার কারণে আসেনি; বরং চিকিৎসার মাধ্যমে এসেছে, তাই এই দুধ পান করার দ্বারা উক্ত নারীর সাথে শিশুটির দুধ সম্পর্ক সৃষ্টি হলেও মহিলার স্বামীর সাথে দুধ সম্পর্ক হয়নি। তাই তিনি শিশুটির দুধপিতা হবেন না।

কিন্তু মহিলার স্বামী শিশুর দুধপিতা না হলেও শিশুটি যেহেতু তার স্ত্রীর দুধমেয়ে তাই তিনি শিশুর মাহরাম হয়ে গিয়েছেন। কেননা স্ত্রীর মেয়ে চাই সে স্ত্রীর গর্ভজাত অন্য স্বামীর সন্তান হোক বা স্ত্রীর দুধমেয়েÑ সে উক্ত নারীর স্বামীর জন্য নিজ স্ত্রীর মেয়ে হিসেবে মাহরামের অন্তভুর্ক্ত। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন

وَ رَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ .

অর্থাৎ (তোমাদের জন্য হারাম করা হয়েছে)...  তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত কন্যা, যাদের সাথে তোমাদের সহবাস হয়েছে। [সূরা নিসা (৪) : ২৩]

এই আয়াতের তাফসীরে ইমাম বাগাভী রাহ. বলেন

ويحرم عليه أيضا بنات المنكوحة وبنات أولادها، وإن سفلن من الرضاع والنسب بعد الدخول بالمنكوحة.

স্ত্রীর সাথে সহবাস হওয়ার পর স্ত্রীর নিজ গর্ভজাত মেয়ে ও দুধমেয়ে এবং তার বংশীয় ও দুধ সম্পর্কীয় সন্তানদের মেয়েরাও উক্ত স্বামীর জন্য মাহরাম হয়ে যায়। (তাফসীরে বাগাভী ১/৪১২)

আলআজনাস, নাতিফী ১/২৩৯; বাদায়েউস সানায়ে ২/৫৩৮; আলমুহীতুল বুরহানী ৪/৯৫, ৯৭; ফাতহুল কাদীর ৩/৩১৩; দুরারুল হুক্কাম শরহু গুরারিল আহকাম ১/৩৫৬; আলবাহরুর রায়েক ৩/২২৬, ২২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪৪

Read more Question/Answer of this issue