মাসরুর - ঢাকা
৬১২১. Question
মসজিদের মুআযযিন ইতিকাফ অবস্থায় মসজিদ-সংলগ্ন আযানঘরে গিয়ে আযান দিতে পারবে কি? আমি যে মসজিদে মুআযযিন হিসেবে দায়িত্বরত আছি, সে মসজিদে এ বছর রমযানের শেষ দশকে ইতিকাফ করতে চাইলে মসজিদ কমিটি বলে যে, আপনি ইতিকাফ করলে আযান দিবেন কীভাবে? আমাদের মসজিদের আযানঘর তো মসজিদের অন্তভুর্ক্ত নয়।
Answer
ইতিকাফ অবস্থায় আযান দেয়ার জন্য মসজিদের বাইরে যাওয়ার অনুমতি আছে। তাই ইতিকাফ অবস্থায় প্রয়োজনে মসজিদের বাইরে গিয়ে আপনি আযান দিতে পারবেন। এতে আপনার ইতিকাফ নষ্ট হবে না।
—কিতাবুল আছল ২/১৯১; আলমাবসূত, সারাখসী ৩/১২৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৯; আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/২৪৪; আলবাহরুর রায়েক ২/৩০৩